No Comments

গঙ্গাপ্রসাদ তৃণমূলে গেলেন কেন? নেতৃত্বের দিকে আঙুল তুললেন বিজেপি-র রাজ্য নেতাই

রবিবার নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন বিজেপি-র আলিপুরদুয়ার জেলার বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা আর সোমবারই তিনি অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আর এর পরে বিজেপি-র অন্দরেই উঠেছে প্রশ্ন। কেন গঙ্গপ্রসাদের মতো পুরনো নেতা দলবদল করলেন তা পর্যালোচনা করা উচিত বলে সরব রাজ্য বিজেপি-র সহ-সভাপতি রাজকমল পাঠক। গঙ্গাপ্রসাদের দলবদলের দিনেই রাজকমলের ক্ষোভ প্রকাশ নিয়ে রাজ্য বিজেপি নেতারা রীতিমতো অস্বস্তিতে। কেউই এই ব্যাপারে মুখ খুলতে চাইছেন না।

ऐसी और खबरें पाने के लिए सब्सक्राइब करें