হয়তো সামান্য মচকাচ্ছেন, কিন্তু ভেঙে পড়ার ধাতই নয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। অন্য দিকে রাজ্যের নেতৃত্বের প্রশ্নটি নিয়ে স্নায়ুর যুদ্ধ অব্যাহত রেখেছেন নরেন্দ্র মোদী। এই টানাপড়েনের মধ্যে এসপি-সহ রাজ্যের বিরোধী দলগুলির আশা, ২০২২-এর বিধানসভা ভোটে ভিতর থেকে দুর্বল হচ্ছে বিজেপি।
তাঁর এই মন্তব্য যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে যোগীকে। যদিও এ কে শর্মা অত্যন্ত বিনীত থেকে বোঝাতে চাইছেন যে তিনি যোগীর অনুগত এবং তাঁর নেতৃত্বেই লড়বেন। যোগীর নেতৃত্বে বিজেপি যে ২০১৭ সালের থেকেও ভাল ফল করবে সে কথাও তিনি বিজেপি রাজ্যসভাপতি স্বতন্ত্র দেব সিংহকে লেখা একটি চিঠিতে জানিয়েছেন। কিন্তু তাতে যোগীর উপরে চাপ খুব একটা কমছে না বলেই মনে করা হচ্ছে।
সব মিলিয়ে উত্তরপ্রদেশ নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের মধ্যে টানাপড়েন অব্যাহত। গ্রাম পঞ্চায়েত ভোটে বিজেপি খারাপ ফল করার পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘরে বাইরে ক্ষোভের মুখে। এক দিকে তাঁর আচরণে উত্তরপ্রদেশের বিজেপির একাংশ ক্ষুব্ধ। অন্য দিকে কোভিডের দ্বিতীয় ঢেউ রুখতে রাজ্য প্রশাসনের ব্যর্থতার অভিযোগে নড়েচড়ে বসছেন মোদী-শাহ। বার বার বিজেপির কেন্দ্রীয় নেতাদের পাঠানো হচ্ছে লখনউয়ে। সেখানে আজ থেকে বিভিন্ন মন্ত্রী ও নেতাদের সঙ্গে বৈঠক করছেন, বিজেপির সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এবং উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা রাধামোহন সিংহ। তাঁরা খতিয়ান নিচ্ছেন পরিস্থিতির। রাজ্যে আসন্ন জেলা পঞ্চায়েত সভাপতি ভোটের কৌশলও তৈরি করছেন তাঁরা।